আজকাল ওয়েবডেস্ক:‌ আগস্টে ইউক্রেন সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এই প্রথম কিয়েভে যাচ্ছেন মোদি। ইতালিতে জি৭ সামিটে মোদি ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একান্তে কথা বলতে দেখা গিয়েছিল। পরস্পরকে আলিঙ্গনও করেছিলেন দুই রাষ্ট্রনায়ক। 


এরপর তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মোদিকে ফোনে শুভেচ্ছা জানিয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট। সূত্রের খবর, তখনই মোদিকে ইউক্রেনে আমন্ত্রণ জানিয়েছিলেন জেলেনস্কি। 
এর আগে গত মার্চে মোদির সঙ্গে ফোনে কথা হয়েছিল জেলেনস্কির। দু’‌দেশের সম্পর্ক কীভাবে আরও শক্তপোক্ত করা যায়, সে বিষয়ে আলোচনা হয় দু’‌জনের। এবার জানা গেল, আগস্টে ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি। বিদেশমন্ত্রক সূত্রে খবর, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইতি টানার প্রক্রিয়া নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা হতে পারে মোদির। ওই সূত্রটি জানিয়েছে, সংঘাতে ইতি টানতে ভারতের তরফে প্রয়োজনীয় প্রয়াস নেওয়া হবে বলে ইউক্রেনের প্রেসিডেন্টকে জানিয়েছেন মোদি। 


চলতি মাসে মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনেই ইউক্রেনে আগ্রাসন এবং শিশুহত্যার নিন্দা করেছিলেন মোদি। অবশ্য মোদির মস্কো সফর নিয়ে নিন্দা করেছিলেন জেলেনস্কি। এবার মোদির আসন্ন ইউক্রেন সফর নিয়ে পুতিন কোনও বিবৃতি দেন কিনা সেটাই দেখার।