‌আজকাল ওয়েবডেস্ক:‌ রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার রাতেই দুবাই পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোটেলের বাইরে তাঁকে স্লোগানে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। উৎসাহী জনতা প্রধানমন্ত্রীর জন্য নৃত্য–গীতও পরিবেশন করেন। যা উপভোগ করেন মোদি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স–এ প্রবাসী ভারতীয়দের কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি জানিয়েছেন, পৃথিবীকে আরও ভাল গ্রহ হিসেবে গড়তে চায় ভারত। এদিকে, ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী মোদির। এছাড়াও আরও তিনটি সভায় অংশ নেবেন। যার দুটির আয়োজক ভারত। প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে মোদির মতো প্রথম সারির নেতা ছাড়াও প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।