আজকাল ওয়েবডেস্ক:‌ ফের ভারতের কাছে হার। এবার মহিলাদের বিশ্বকাপে। এটা ঘটনা ক্রিকেটে ভারতের কাছে হেরেই চলেছে পাকিস্তান। এদিকে, রবিবার ম্যাচের পর শাস্তি পেলেন পাকিস্তানের এক ক্রিকেটার। আইসিসি–র নিয়ম ভাঙার কারণে শাস্তি দেওয়া হয়েছে তাঁকে। সেই শাস্তি মেনে নিয়েছেন তিনি।


পাকিস্তানের হয়ে সবচেয়ে ভাল খেলেছিলেন সিদরা আমিন। তিনিই শাস্তি পেয়েছেন। আইসিসি জানিয়েছে, শৃঙ্খলাবিধির ২.২ ধারা ভেঙেছেন তিনি। আন্তর্জাতিক কোনও ম্যাচে ক্রিকেট খেলার সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম বা সংশ্লিষ্ট অন্য কিছুকে অসম্মান করলে এই শাস্তি দেওয়া হয়।


পাকিস্তান রান তাড়া করার সময় ৪০তম ওভারে ঘটনাটি ঘটে। আউট হওয়ার পর নিজের ব্যাটটি মাটিতে আছড়ে ফেলেন আমিন। তাঁকে সতর্ক করে দিয়েছে আইসিসি। একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। গত ২৪ মাসে এটাই প্রথম অপরাধ আমিনের। লেভেল ওয়ান অপরাধ করেছেন বলে আমিনকে শুধু সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে।


মাঠের আম্পায়ার লরেন আগেনবাগ, নিমালি পেরেরা, তৃতীয় আম্পায়ার কেরিন ক্লাস্টে এবং চতুর্থ আম্পায়ার কিম কটন অভিযোগ এনেছিলেন আমিনের বিরুদ্ধে। পাকিস্তানের ওপেনার অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। রবিবারের ম্যাচে ১০৬ বলে ৮১ রান করেছিলেন আমিন। তিনিই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। পরের ম্যাচে আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে পাকিস্তান।


তবে এটা ঘটনা, ভারতের কাছে হারের পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা বলেছিলেন, ‘‌আমরা পাওয়ার প্লে–তে অনেক রান দিয়ে ফেলেছি। অতিরিক্ত রানও দিয়েছি। ডেথ ওভারেও একই জিনিস হয়েছে। মনে হচ্ছে ২০০–র মধ্যে ওদের আটকে রাখতে পারলে ভাল হত।’‌


ব্যাটিং বিভাগও যে চিন্তার কারণ, সেটাও মেনে নিয়েছেন তিনি। বলেছিলেন, ‘‌আমরা বিশেষজ্ঞ ব্যাটারদের নিয়ে টপ এবং মিডল অর্ডার তৈরি করেছি। ওদের আরও ভাল ভাবে এগিয়ে আসতে হবে। আরও স্বাধীনতা নিয়ে খেলতে হবে। লম্বা জুটি গড়তে হবে। সবার আগে পরিস্থিতি, পিচ ভাল করে বুঝতে হবে।’‌