আজকাল ওয়েবডেস্ক: 'দৃষ্টিভ্রম' বা 'অপটিক্যাল ইলিউশন' আমাদের মস্তিষ্ককে চ্যালেঞ্জ করার একটি আকর্ষণীয় উপায়। অনেকেই দাবি করেন, এই ধরনের ছবি আমাদের মস্তিষ্কের বিভিন্ন দিক উন্মোচিত করে। এই ধরনের ছবি আমাদের মস্তিষ্ককে এমন জিনিস দেখতে বাধ্য করে যা হয়তো সেই ছবিতে নেই। আমাদের পর্যবেক্ষণ ক্ষমতারও পরীক্ষা নেয়। এ বার তেমনই একটি ছবি ঝড় তুলেছে নেটমাধ্যমে। 

এ বারের চ্যালেঞ্জটি হল একটি বিড়ালকে খুঁজে বার করা। আপাতদৃষ্টিতে ছবিটি দেখে মনে হবে কোথায় ছবিতে তো কোনও বিড়াল লুকিয়ে নেই। কিন্তু ভাল করে খুঁটিয়ে দেখলেই খুঁজে পাবেন মার্জারটিকে। দেখবেন সযত্নে লুকিয়ে রয়েছে সেটি।

ছবিটি একটি সাজানো গোছানো রান্নাঘরের। সেখানে রয়েছে একটি ফ্রিজ, ওভেন, বাসন পরিস্কার করার বেসিন। এবং ঘর জুড়ে একটি তাক। সেখানেই লুকিয়ে রয়েছে একটি বিড়াল।

আপনি কি খুঁজে পেয়েছেন? একজন সাধারণ মানুষের গড়ে ২৫ সেকেন্ড সময় লাগবে বিড়ালটিকে খুঁজতে।অনেকে তো মাত্র পাঁচ সেকেন্ডে রহস্যের উন্মোচন করতে সক্ষম হয়েছেন।

এখনও খুঁজে পাননি?  ভাল করে ছবিটি দেখুন।  দরকার জুম করে নিন। দেখুন তাকটির উপরেই সযত্নে লুকিয়ে রয়েছে মার্জারটি।