আজকাল ওয়েবডেস্ক: অন্ধকার জগতের ডন দাউদ ইব্রাহিম সম্পর্কে আপনারা নিশ্চয়ই অনেক গল্প শুনেছেন। দাউদের ক্রিকেট সংযোগ এশিয়াতেও ব্যাপকভাবে পরিচিত। সংযুক্ত আরব আমিরশাহির শারজায় ক্রিকেট মাঠে তাঁর ম্যাচ দেখার একটি বিখ্যাত ছবি ইন্টারনেটে সহজেই খুঁজে পাওয়া যাবে। যা খেলার প্রতি তাঁর ভালবাসার প্রমাণ দেয়। তবে, আপনি কি জানেন যে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব একবার আন্ডারওয়ার্ল্ড ডনকে বলেছিলেন 'বেরিয়ে যা এখান থেকে'।

গল্পটি ১৯৮৬ সালের। শারজায় ভারতের একটি ম্যাচের সময় দাউদ ভারতীয় ড্রেসিংরুমে প্রবেশ করেছিলেন। কপিলের সতীর্থ দিলীপ ভেঙ্গসরকারের জানিয়েছিলেন, ভারতীয় দলের ড্রেসিংরুমে প্রবেশ করে ক্রিকেটারদের জন্য বিশাল পুরষ্কার ঘোষণা করেছিলেন দাউদ। 

বিখ্যাত অভিনেতা মেহমুদ দাউদকে ব্যবসায়ী হিসেবে সকল খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেইসম দাউদ খেলোয়াড়দের একটি প্রস্তাবে দিয়েছিলেন বলে জানা যায়। তিনি বলেছিলেন, “যদি ভারতীয় দল আগামীকালের ফাইনাল ম্যাচ জিততে পারে, তাহলে সব খেলোয়াড় উপহার হিসেবে একটি করে টয়োটা করোলা গাড়ি পাবে।"

দাউদ যখন এই প্রস্তাব দেন, তখন ভারতীয় দলের সকল সদস্যই হতবাক হয়ে যান। কিছু ঘটার আগেই কপিল দেব সেখানে প্রবেশ করেন এবং অভিনেতা মেহমুদকে ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসতে বলেন। দাউদকে দেখার পর তিনি রেগে যান এবং বলেন, "এই লোকটি কে? বেরিয়ে যাও"।

কপিলের এই ধমক শুনে চুপচাপ ড্রেসিংরুম থেকে বেরিয়ে যান দাউদ। এই ঘটনা ‘শারজা ড্রেসিংরুম কেলেঙ্কারি’ নামেও পরিচিত।