আজকাল ওয়েবডেস্ক: প্যারিসে গেমস ভিলেজে তীব্র গরম। অ্যাথলিটরা সমস্যায় পড়ছেন। এবার দেখা দিল আরও বড় বিতর্ক। গরমের চোটে সোনা জয়ী সাঁতারু টমাস সেক্কনকে দেখা গিয়েছে স্থানীয় একটি উদ্যানে গাছের তলায় ঘুমোতে। এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। গরমের কারণেই নিজের ঘরে ঘুমোতে পারেননি বলে জানিয়েছেন সোনা জয়ী সাঁতারু।
ইতালির এই সাঁতারু ১০০ মিটারের ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন। সেই সাঁতারুর সাদা তোয়ালে পেতে গাছের তলায় ঘুমোনোর ছবি পোস্ট করেন সৌদি আরবের রোয়ার হুসেন আলিরেজা। এরপরই তিনি অলিম্পিক ভিলেজে ঘরের পরিবেশ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন। বলেন, ‘অনেক খেলোয়াড়ই গেমস ভিলেজ ছেড়ে চলে যাচ্ছে। আমি কোনও অজুহাত দিতে চাই না। বাড়ি থাকলে সাধারণত দুপুরে ঘুমাই। এখানে গরম এবং আওয়াজের কারণে সেটা হচ্ছে না।’ প্রসঙ্গত, প্যারিস ও শাতোরু–অলিম্পিকের দু’টি কেন্দ্রেই গরম বেড়েছে। অনেকেই গেমস ভিলেজের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘর পছন্দ হয়নি অ্যাথলিটদের। ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতার পর টিটমাস বলেই ফেলেছিলেন, ভাল জায়গায় থাকতে পারলে তিনি বিশ্বরেকর্ড গড়তেন।
অলিম্পিকে কার্বন নিঃসরণ কমাতে গেমস ভিলেজের কোনও ঘরেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র লাগানো হয়নি। সম্প্রতি ভারতীয় খেলোয়াড়দের জন্য ৪০টি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবস্থা করেছে দেশের ক্রীড়ামন্ত্রক।
ইতালির এই সাঁতারু ১০০ মিটারের ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন। সেই সাঁতারুর সাদা তোয়ালে পেতে গাছের তলায় ঘুমোনোর ছবি পোস্ট করেন সৌদি আরবের রোয়ার হুসেন আলিরেজা। এরপরই তিনি অলিম্পিক ভিলেজে ঘরের পরিবেশ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন। বলেন, ‘অনেক খেলোয়াড়ই গেমস ভিলেজ ছেড়ে চলে যাচ্ছে। আমি কোনও অজুহাত দিতে চাই না। বাড়ি থাকলে সাধারণত দুপুরে ঘুমাই। এখানে গরম এবং আওয়াজের কারণে সেটা হচ্ছে না।’ প্রসঙ্গত, প্যারিস ও শাতোরু–অলিম্পিকের দু’টি কেন্দ্রেই গরম বেড়েছে। অনেকেই গেমস ভিলেজের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘর পছন্দ হয়নি অ্যাথলিটদের। ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতার পর টিটমাস বলেই ফেলেছিলেন, ভাল জায়গায় থাকতে পারলে তিনি বিশ্বরেকর্ড গড়তেন।
অলিম্পিকে কার্বন নিঃসরণ কমাতে গেমস ভিলেজের কোনও ঘরেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র লাগানো হয়নি। সম্প্রতি ভারতীয় খেলোয়াড়দের জন্য ৪০টি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবস্থা করেছে দেশের ক্রীড়ামন্ত্রক।
