আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার সহস্ত্রতালে ট্রেকিংয়ে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে পথ হারিয়ে নয় জনের মৃত্যু হয়েছে। সকলেই কর্নাটকের বাসিন্দা বলে জানা গেছে। ওই ট্রেকিংয়ের দলে ২২ জন ছিলেন বলে জানা গেছে। ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিয়েছে কর্নাটক সরকার। 
জানা গেছে, উত্তরাখণ্ডের উত্তর কাশী ও তেহরি জেলার সীমানায় এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকাজে হাত লাগায় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), ভারতীয় বায়ুসেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।