আজকাল ওয়েবডেস্ক:‌ রবিবার ফের রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, রবিবার তিনটি জনসভা রয়েছে মোদির। যার দুটি হুগলিতে। একটি হাওড়ায়। বিজেপি সূত্রে খবর, হুগলির চুঁচুড়ায় ওই জেলার দুই লোকসভা কেন্দ্র হুগলি এবং শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করবেন প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত থাকার কথা হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং শ্রীরামপুরের বিজেপি প্রার্থী
কবীরশঙ্কর বসুর। হুগলি জেলার আর এক কেন্দ্র আরামবাগে সভা করার কথা মোদির। সেখানকার বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে পুরশুড়ায় সভা করবেন মোদি। রবিবার মোদির সভা করার কথা হাঁওড়ার সাকরাইলেও। বিজেপি সূত্রে খবর, হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং উলুবেড়িয়ার প্রার্থী অরুণ উদয় পালচৌধুরীর সমর্থনে প্রচার করবেন প্রধানমন্ত্রী। 
এদিকে আগামী শুক্রবার রাজ্যে প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত মাজদিয়া, বীরভূমের রামপুরহাট এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত আনন্দপুরে সভা করবেন শাহ। আবার আগামী সোমবার মেদিনীপুর শহরে, ঘাটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়া এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের চাঁপদানিতে জনসভা করবেন শিবরাজ সিং চৌহান।