আজকাল ওয়েবডেস্ক: ফ্রান্স সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারই রওনা দেন মোদি। ফ্রান্স সফর সেরে যাবেন আমেরিকায়। কিন্তু তার আগেই ঘটেছিল বিপত্তি। মুম্বই পুলিশকে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল মোদির বিমান নাকি উড়িয়ে দেবে জঙ্গিরা! মঙ্গলবার এই হুমকি ফোন পাওয়ার পরেই তৎপর হয়ে ওঠে পুলিশ। ইতিমধ্যেই এক জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার জানাল মুম্বই পুলিশ।
মুম্বই পুলিশ জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি কন্ট্রোল রুমে একটি ফোন এসেছিল। সেই ফোনে এক ব্যক্তি জানায়, বিদেশ সফরে প্রধানমন্ত্রীর বিমানে হামলা চালানো হতে পারে। জঙ্গিরা বোমা মেরে বিমান উড়িয়ে দিতে পারে। এই হুমকি ফোন পাওয়ার পরেই শুরু হয় তদন্ত। বিভিন্ন সংস্থাকে হুমকি ফোনের বিষয়টি জানানো হয়। তদন্তে নেমে মুম্বইয়ের চেম্বুর থেকে এক ব্যক্তিকে আটক করেন তদন্তকারীরা। জানা গেছে, তিনিই মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেছিলেন। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ বুঝতে পেরেছে তাঁর মানসিক অবস্থা স্থিতিশীল নয়।
এর আগেও মোদিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। গত বছর ডিসেম্বরে মুম্বই ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে হুমকি ফোন এসেছিল। সেই ঘটনায় দু’জনকে গ্রেপ্তারও করা হয়। তার আগে মোদির প্রাণনাশের হুমকি দিয়ে ফোন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিশ।
