Lucky Zodiac Signs in Year End of 2025 as many Rashi Parivartan Grah Gochar bring huge money good luck
বছর শেষে বিরাট সুখবর! আসবে দু'হাত ভর্তি টাকা, একাধিক শুভ যোগে সোনায় মুড়বে ৫ রাশির ভাগ্য
নিজস্ব সংবাদদাতা
৫ নভেম্বর ২০২৫ ১৮ : ৩২
শেয়ার করুন
1
9
বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। যেমন বছর শেষে একাধিক গ্রহ স্থান পরিবর্তন করায় পাঁচ রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।
2
9
২০২৫ সালের বাকি আর দু'মাস। শেষ দুই মাসে, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বরে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করছে। গত ২ নভেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করেছে। আগামী ১১ নভেম্বর বক্রী হয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি, এরপর চলতি মাসের ১৬ তারিখে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে।
3
9
ডিসেম্বরেও রয়েছে বিভিন্ন গ্রহের গোচর। আগামী ৫ ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। ঠিক পর দিন ৬ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে বুধ । এরপর ১৫ ডিসেম্বর সূর্য ধনু রাশিতে গমন করবে।
4
9
বিভিন্ন গ্রহের এই গোচরে পাঁচটি রাশির উপর শুভ প্রভাব পড়বে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
5
9
মিথুনঃ ২০২৫ সালের শেষে আপনার ভাগ্যে ইতিবাচক বদল আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে গতি আসবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্তরা বড় কোনও সুযোগ পেতে পারেন। কেরিয়ারের নতুন পথ খুলে যাবে। ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে।
6
9
কর্কটঃ এই সময় কর্কট রাশির ভাগ্য বদলাবে। যে কোনও আত্মবিশ্বাসের সঙ্গে করলে সাফল্য। অবধারিত। পারিবারিক জীবন সুখের হবে এবং পুরনো দ্বন্দ্বের সমাধান হতে পারে। বাড়ি-গাড়ির স্বপ্নপূরণ করতে পারবেন। মানসিক শান্তি থাকবে।
7
9
তুলাঃ এই বছরের বাকি দিনগুলি তুলা রাশির ভাল যাবে। কাজের জগতে জনপ্রিয়তা বাড়বে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। আর্থিকভাবে সুরক্ষিত হবেন। বিলাসবহুল জীবন কাটাতে পারবেন। সন্তানের পড়াশোনার চিন্তা দূর হবে।
8
9
ধনুঃ একাধিক গ্রহের ঘর বদলে ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। আয়ের নতুন উৎসের সন্ধানে পাওয়ায় আর্থিক পরিস্থিতি বদলে যেতে পারে। লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। প্রেমজীবনে সুখ থাকবে।
9
9
কুম্ভঃ বছরের বাকি দিনগুলো কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ভাল কাটবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে বড় বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের স্বাস্থ্য ভাল থাকবে।