আজকাল ওয়েবডেস্ক:‌ মার্টিন গাপ্টিলের ডাইরেক্ট হিট ভেঙে দিয়েছিল উইকেট। স্বপ্নভঙ্গ হয়েছিল কোটি কোটি ভারতবাসীর। স্বপ্ন তো তাঁরও ভেঙে গিয়েছিল। তিনি মহেন্দ্র সিং ধোনি। কাঁদতে কাঁদতে বাইশ গজ ছেড়েছিলেন। 


২০১৯ সাল। বিশ্বকাপ সেমিফাইনাল। ভারত বনাম নিউজিল্যান্ড। ২৪০ তাড়া করতে গিয়ে খুব অল্প রানে ভারতের অনেকগুলি উইকেট পড়ে গিয়েছিল। আশা দেখাচ্ছিলেন ধোনি ও জাদেজা। কিন্তু একটুর জন্য খালি হাতে ফিরতে হয় ভারতকে। 


সেই শেষ। টিম ইন্ডিয়ার জার্সিতে আর কোনওদিন দেখা যায়নি মাহিকে। ২০২০ সালের ১৫ আগস্ট জানিয়ে দিয়েছিলেন, ‘‌বিদায়’‌। সেই ধোনি অবশেষে স্মৃতি রোমন্থন করেছেন। তাঁর কথায় উঠে এসেছে কিউয়িদের বিরুদ্ধে হারের প্রসঙ্গ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরছে। সেই ভিডিওয় ধোনিকে বলতে দেখা গেছে, ‘‌খুব কষ্ট হয়েছিল। জানতাম ওটাই আমার শেষ বিশ্বকাপ। তাই জিততে পারলে ভাল লাগত। কিন্তু পারিনি। হৃদয় ভেঙে গিয়েছিল। ফলটা মেনে সামনের দিকে এগিয়ে যেতে হয়েছিল।’‌ এরপরই ধোনির সংযোজন, ‘‌আমার দেশের হয়ে ওটাই শেষ ম্যাচ ছিল। তাই আমি ধাতস্থ হওয়ার কিছুটা বাড়তি সময় পেয়েছিলাম।’‌ 
দেশের হয়ে খেলা ছাড়লেও ২০২৪ আইপিএলেও তিনি খেলেছেন। তবে আগামী আইপিএল খেলবেন কিনা তা স্পষ্ট নয়।