আজকাল ওয়েবডেস্ক:‌ একশো শতাংশ ব্যথা মুক্ত। একথাই বলতে চেয়েছেন টিম ইন্ডিয়ার স্পিডস্টার মহম্মদ সামি। ২০২৩ বিশ্বকাপের পর থেকেই তিনি চোটের কবলে। আর জাতীয় দলে ফিরতে পারেননি। হয়েছে অস্ত্রোপচার। তবে সামনেই বর্ডার–গাভাসকার ট্রফি। বেঙ্গালুরুতে বোলিং অনুশীলন করতেও দেখা গিয়েছে সামিকে। সেই সামিই এবার বলছেন, তিনি একেবারে ব্যথা মুক্ত। 
কিছুদিন আগেই রোহিত বলেছিলেন, সামিকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হবে না। তার পরেই রবিবার ভারত–নিউজিল্যান্ড টেস্টে শেষে নেটে দীর্ঘক্ষণ বোলিং করেন সামি। জানান, ‘‌গতকাল নেটে বোলিংয়ের পর আমি খুশি। অতিরিক্তি লোড না নেওয়ার জন্যই হাফ রান আপে বল করেছি। কিন্তু রবিবার বল করার সময় বুঝতে পেরেছি, আমি ১০০ শতাংশ ব্যথামুক্ত ও ফিট।’‌ 
এরপরই সামি বলেছেন, ‘‌কোনও ব্যথা অনুভব করছি না। অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারব কিনা তা নিয়ে অনেকেই চিন্তিত। আমি শুধু বলব এখনও তো কিছুটা সময় আছে।’‌ জাতীয় দলে ফেরার আগে রনজিতে বাংলার হয়ে কয়েকটা ম্যাচ খেলতে চান সামি। বলেছেন, ‘‌অস্ট্রেলিয়া সিরিজের আগে পুরো সুস্থ হতে চাই। ম্যাচ ফিট হতে বাংলার হয়ে কয়েকটি রনজি ম্যাচ খেলব। বাকিটা নির্বাচকরা দেখবেন।’‌