শেষমেষ নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি-ই । মাত্র ৩৪ বছর বয়সে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।  গত ১০০ বছরে এমন উদাহরণ নেই। ৩৪ বছর বয়সি এই প্রার্থীর জয় শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন নয়, মুসলিম ও দক্ষিণ এশীয় সম্প্রদায়ের জন্য এক যুগান্তকারী মাইলফলক। নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান নেতা কার্টিস সিলভাকে হারিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন।

 

 

চলতি বছর জুন মাসেই মার্কিন মুলুকে ইতিহাস রচনা করেছিলেন  চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। সেই প্রথম মুসলিম সম্প্রদায়ের কেউ নিউ ইয়র্ক শহরের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ৫৮.৩ শতাংশ ভোট পেয়ে মেয়র পদে প্রার্থী মনোনীত হয়েছিলেন। তারপর এই এই বিরাট জয়।  

 


ঝুম্পা লাহিড়ীর বিখ্যাত উপন্যাস 'দ্য নেমসেক'-কে বড়পর্দায় রূপ দিয়েছিলেন মীরা। সে ছবিতে মুখ্যভূমিকায় ছিলেন ইরফান খান এবং টাব্বু।  এ অশোক এবং অশিমা গাঙ্গুলির চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা। এমন দু'টি চরিত্র যারা পশ্চিমবঙ্গ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা প্রথম প্রজন্মের অভিবাসী। এবং সেখানেই জন্মায় তাঁদের ছেলে গোগোল। প্রচুর উত্থান পতনের পর ধীরে ধীরে দু'দেশের সংস্কৃতিকেই সে গ্রহণ করে। অন্যদিকে, মীরা-পুত্র মামদানির জন্ম আফ্রিকায়। ছোটবেলাতেই চলে আসেন আমেরিকায়। কৈশোর থেকে কাটিয়েছেন নিউ ইয়র্কেই। 

আর এভাবেই উপন্যাস ছুঁয়ে ফেলে জীবনকে। পূর্ণ হয় বৃত্ত। 


নিজের জয়কে নিউ ইয়র্কের জন্য এক নতুন অধ্যায় বলেই উল্লেখ করেন মামদানি। নির্বাচনে জয়ী হওয়ার খবর পেতেই এই ডেমোক্রাট প্রার্থী একটি ভিডিয়ো পোস্ট করেন নিউ ইয়র্ক সাবওয়ের, যেখানে দেখা যাচ্ছে সিটি হল স্টেশনে ট্রেনের দরজা খুলতেই দেওয়ালে লাগানো পোস্টারে দেখা যাচ্ছে “জোহরান ফর নিউ ইয়র্ক সিটি”। পিছনে ঘোষণা শোনা যাচ্ছে দ্য নেক্সট অ্যান্ড স্টপ ইজ সিটি হল। মজার বিষয় হল, সিটি হলেই মেয়রের অফিস অবস্থিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও আক্রমণ শানিয়েছেন নিউ ইয়র্কের নতুন মেয়র।