আজকাল ওয়েবডেস্ক:‌ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর খুনের হুমকি পেয়েছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। এবার হুমকি পেলেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সামি।


জানা গেছে, আইপিএল চলাকালীন এই হুমকি পেয়েছেন সামি। গত রবিবার (‌৪ মে)‌ তিনি হুমকি মেল পান বলে দাবি করেছেন সামির দাদা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাজপুত সিন্ধার নামক এক ব্যক্তি সামিকে খুনের হুমকি ভরা মেল পাঠিয়েছেন। সোমবারই সামির দাদা হাসিব আহমেদ পুলিশে অভিযোগ জানিয়েছেন।


জানা গেছে, ওই ব্যক্তি হুমকি মেল পাঠিয়ে সামির থেকে ১ কোটি টাকা দাবি করেছেন। ইতিমধ্যেই আমরোহা পুলিশ স্টেশনে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন সামির দাদা। আমরোহা পুলিশের সাইবার সেল গোটা বিষয়টি খতিয়ে দেখছে।


প্রসঙ্গত, উত্তরপ্রদেশের আমরোহার বাসিন্দা সামি। আইপিএল খেলছেন সানরাইজার্সের হয়ে। যদিও তাঁর দল টুর্নামেন্টে মোটেই ছন্দে নেই। সামিও সেরা ছন্দে নেই। তার মধ্যেই পেলেন হুমকি মেল।