আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্বকাপে ব্যর্থতার পর মিকি আর্থার দায়িত্ব ছেড়েছেন। সেই জায়গায় প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজকে হেড কোচ নিযুক্ত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে দায়িত্বে থাকবেন হাফিজ। টিম ডিরেক্টরও নিযুক্ত করা হয়েছে হাফিজকে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার মাটিতে তিন টেস্ট ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি২০ খেলবে পাকিস্তান। 
হাফিজ পিসিবির ক্রিকেট টেকনিক্যাল কমিটির সদস্য ছিলেন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাক দলের সদস্য ছিলেন এই প্রাক্তন পাক অলরাউন্ডার। এদিকে, বাকি কোচিং স্টাফদের নামও শীঘ্রই ঘোষণা করবে পাকিস্তান। 
বাবর আজম অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। তাঁর বদলে টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। টি২০ ক্রিকেটে অধিনায়ক করা হয়েছে শাহিন আফ্রিদিকে। তবে একদিনের ক্রিকেটের অধিনায়ক এখনও ঘোষণা করেনি পাকিস্তান।