কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর স্ত্রী জয়া বচ্চনের বাড়িতে হঠাৎই জোরদার করা হয়েছে নিরাপত্তা। মুম্বই পুলিশ সূত্রের খবর, সম্প্রতি তাঁদের বাংলোতে একটি অজ্ঞাত পরিচয় হুমকির ফোনকল আসে। তারপর থেকেই দুই তারকার বাড়ি অর্থাৎ ‘জলসা’ ও ‘প্রতীক্ষা’ ঘিরে কড়া নজরদারি শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, হুমকির খবর পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। বচ্চন পরিবারের নিরাপত্তার জন্য বাড়ির আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহলদারি চালানো হচ্ছে, যাতে কোনওরকম অস্বাভাবিক গতিবিধি চোখ এড়িয়ে না যায়। স্থানীয় থানার পাশাপাশি মুম্বই পুলিশের স্পেশাল ব্রাঞ্চও এই ঘটনায় নজর রাখছে।

এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বচ্চন পরিবার। তবে সূত্রের খবর, হুমকির কলটি কে বা কারা করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনে কল ট্রেস করে অভিযুক্তকে শনাক্তের কাজও চলছে। তদন্তের স্বার্থে পুলিশ বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

উল্লেখ্য, অমিতাভ বচ্চনের ‘জলসা’ বাংলো মুম্বইয়ের জুহু এলাকায় অবস্থিত। যেখানে বর্ষীয়ান অভিনেতাকে দেখার আশায় প্রতিদিনই শত শত ভক্ত ভিড় জমান। এমন পরিস্থিতিতে কোনওরকম নিরাপত্তা ঝুঁকি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “এটি আপাতত একটি সতর্কতামূলক ব্যবস্থা। আমরা নিশ্চিত করতে চাই, যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।”

বলি মহলের মতে, তারকাদের জনপ্রিয়তা যত বাড়ছে, নিরাপত্তা ঝুঁকিও তত বাড়ছে। এর আগেও একাধিকবার বড় তারকাদের বাড়িতে হুমকি বা সন্দেহজনক কলের ঘটনা ঘটেছে। ফলে বচ্চন পরিবারের নিরাপত্তা বাড়ানো নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে মুম্বই পুলিশ।

প্রসঙ্গত,  'কৌন বনেগা ক্রোড়পতি'-তে সিনিয়র বচ্চনের পা ছুঁয়ে পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ প্রণাম করেন। আর তাতেই আপত্তি জানিয়েছেন খলিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)। আর এরপরই অমিতাভের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সংস্থা।। বিগ বি-এর পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়াকে নিন্দার চোখে দেখছে এই খলিস্তানি সংগঠন। বর্ষীয়ান অভিনেতার ওপর হামলা হওয়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না। এমনকী বলিউডের 'শাহেনশাহ'-র ওপর হামলা হওয়ার আশঙ্কা করা হচ্ছে।