আজকাল ওয়েবডেস্ক: পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মণিপুরে জাতিগত হিংসার প্রায় দুই বছর পর রবিবার তিনি পদত্যাগ করেছেন। এ দিন সন্ধ্যায় রাজ্যপাল অজয়কুমার ভল্লার কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিগত বেশ কয়েকদিন ধরেই দলের ভিতরে এবং বাইরে চাপের সম্মুখীন হতে হচ্ছিল বীরেনকে। রাজ্য বিজেপির একাধিক নেতার তাঁর নেতৃত্বে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কংগ্রেস তাঁর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল। সেই আবহে রবিবার নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক সেরে ইম্ফলে ফিরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বীরেন। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, পদত্যাগপত্রে বীরেন লিখেছেন, ‘‘এত দিন মণিপুরের মানুষের সেবা করতে পেরেছি, এটা আমার কাছে সম্মানের। রাজ্যবাসীর স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ করা এবং নানা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত করার জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ।’’
গত দেড় বছরেরও বেশি সময় ধরে অশান্ত মণিপুর। ২০২৩ সালের মে মাসে প্রথম মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সে রাজ্যের পরিস্থিতি। এর পর থেকে বিভিন্ন সময় আগুন জ্বলেছে রাজ্যে। সরকারি ও বেসরকারি সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে এই রাজ্যে। গৃহহীন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভুমিকা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। গত বছরের শেষ দিনে মণিপুরবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন বীরেন। আশ্বাস দিয়েছিলেন রাজ্যে শান্তি ফেরাবেন। কিন্তু তাকেই পদত্যাগ করতে হল।
