শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর প্রথম ঝলক অবশেষে প্রকাশ্যে এল তাঁর ৬০তম জন্মদিনে। রুপোলি-চুল, হাতে বন্দুক -এই নতুন অবতারে কিং খানের ফার্স্ট লুক দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। কিন্তু অনলাইনে কেউ কেউ খেয়াল করলেন, ছবিতে শাহরুখের পরনের এক পোশাক নাকি ব্র্যাড পিটের ‘এফ ওয়ান’ (F1) ছবির আইকনিক লুকের সঙ্গে খানিকটা ‘অতিরিক্ত’ মিল! আর তাতেই নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল তর্ক।

‘কিং’-এর ফার্স্ট লুক মুক্তি পাওয়ার পরই সোশ্যাল মিডিয়া ভরে গেল নানান ক্লিপে, যেখানে শাহরুখের নীল শার্ট ও ট্যান জ্যাকেট পরা লুকের সঙ্গে তুলনা টানা হচ্ছে ব্র্যাড পিটের এফ ওয়ান ছবির দৃশ্যের সঙ্গে। কেউ বলছেন ‘অনুপ্রেরণা’, কেউ আবার ঠাট্টা করে লিখেছেন ‘সস্তা নকল’।

এক অনুরাগী মজার ছলে লিখেছেন, “ব্র্যাড পিটের ‘এফ ওয়ান’ লুকের মতো শাহরুখ-কে দেখতে চেয়েছিলাম, আর ব্রহ্মান্ড তা ঠিক শুনে নিয়েছে। এক মুহূর্তও দেরি করল না!” আরেকজনের মত, “ইচ্ছে করেই এমন লুক রাখা হয়েছে, এটা এক ধরনের সম্মানজ্ঞাপন ।” কেউ আবার মজা করে লিখেছেন, “এখন তো জানলে, ব্র্যাড পিটের ‘এফ ওয়ান’-এ সেই ‘লাকি কার্ড’টা কার কাছে ছিল!”

তবে সব মন্তব্য যে প্রশংসামূলক ছিল, তা নয়। কেউ লিখেছেন, “কস্টিউম ডিজাইনার নিশ্চয়ই শুটিংয়ে যাওয়ার আগে ‘এফ ওয়ান’ দেখে গিয়েছিল,” আবার আরেকজনের কটাক্ষ, “ এই চুরি লুকোনোরও চেষ্টা করল না!” তবে শাহরুখ-ভক্তরা চুপ করে থাকার মানুষ নন, তাঁরা পুরনো ছবি খুঁড়ে ‘জব হ্যারি মেট সেজল’ (২০১৭)ছবির একটি দৃশ্য সামনে এনে লিখেছেন, “কে কাকে কপি করেছে আগে সেটা দেখে নাও!” কারণ ওই ছবিতেও প্রায় এক রঙের কম্বিনেশনের শার্ট-জ্যাকেট পরেছিলেন শাহরুখ। বলাই বাহুল্য, ইমতিয়াজ আলি পরিচালিত সেই ছবি মুক্তি পেয়েছিল ‘এফ ওয়ান’ -এর মুক্তি পাওয়ার বছর আট আগেই। 

‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এই ছবিতেই প্রথমবার শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান। আরও আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন সহ বহু তারকা। শাহরুখ ও সিদ্ধার্থের আগের ছবি ছিল ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পাঠান’–এ।

 

 

‘কিং’-এর প্রথম ঝলকেই যেন নতুন অবতারে রাজত্ব ঘোষণা শাহরুখের। রূপে-রঙ্গে তিনি ঝলমল করছেন ‘সিলভার ফক্স’ লুকে! ট্যাটুতে মোড়া শরীর, দাড়িতে রুপোলি প্রলেপের ছোঁয়া, চোখে স্টাইলিশ রোদচশমা আর নিজের সেই অননুকরণীয় ছন্দে হাঁটাচলা। এক ঝলকেই বোঝা যায়, এই শাহরুখ আর সেই রোমান্টিক রাহুল নয়, বরং রাগ, অ্যাকশন আর ঠান্ডা মাথার খুনের মেজাজের এক রাজা, যিনি বলেন, “কত খুন করেছি আজ আর মনেও পড়ে না ঠিক করে … যাদের মেরেছি তারা ভাল ছিল না মন্দ, সেসবও জানি না…শুধু শেষমুহূর্তে দেখেছিলাম তাদের চোখে আমার জন্য বিরাট ভয়, আতঙ্ক।  হাজার খুন, ১০০-র বেশি দেশে আমার বদনাম … কিন্তু সবাই মিলে দিয়েছে আমার একটাই নাম ভয় নয়, আমি মূর্তিমান আতঙ্ক... শো শুরু হবে এবার। ”

 

পরিচালক সিদ্ধার্থ আনন্দ ইনস্টাগ্রামে লিখেছেন,“১০০-র উপর দেশে তাঁর বদনাম, আর গোটা দুনিয়া তাঁকে দিয়েছে একটাই নাম #কিং। শো শুরু হবে এবার! ২০২৬-এর ক্রিসমাসে আসছে সে।”