সদ্য শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার তাণ্ডবে তছনছ হয়েছে অন্ধ্রপ্রদেশ। একটি ঘূর্ণিঝড় যেতে না যেতেই, আরও একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল হাওয়া অফিস। নভেম্বরেও ঝড়জলের ঝঞ্ঝাট পোহাতে হবে।
2
7
ভারতের মৌসম ভবন আইএমডি জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলের কাছে নিম্নচাপ অঞ্চলের কারণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আবহাওয়ার বিরাট বদল।
3
7
আগামী কয়েক ঘণ্টায় এই নিম্নচাপ ক্রমেই উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। মায়ানমার ও বাংলাদেশ উপকূলের কাছে পৌঁছবে। ক্রমেই শক্তি বাড়াবে এই ঘূর্ণাবর্ত।
4
7
পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম এখনও প্রকাশ্যে আনেননি আইএমডি। তবে আবহাওয়াবিদদের আশঙ্কা, ঘূর্ণাবর্ত ক্রমেই নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
5
7
ঘূর্ণিঝড়ের সঞ্চালন গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত। মঙ্গলবার ও বুধবার উত্তর আন্দামান সাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৫৫কিমি/ঘণ্টা।
6
7
এই পরিস্থিতিতে উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য আগামী ৫ নভেম্বর বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। স্থানীয় ফেরি চলাচলেও বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
7
7
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, তা ক্রমেই উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে বাংলায় জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে। হালকা শীতের আমেজ কিছুদিনের জন্য গায়েব থাকবে।