আজকাল ওয়েবডেস্ক: হরিদ্বারে ট্রেন লাইনচ্যুত করানোর ছক। বানচাল হল জিআরপির জন্য। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ওই যুবকই মূল ষড়যন্ত্রকারী কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ডিটোনেটর দিয়ে ট্রেন ওড়ানোর ছক ছিল। রেললাইনে পড়ে থাকা সেই ডিটোনেটর উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হরিদ্বারের একটি রেললাইনের উপর রাতের অন্ধকারে কেউ বা কারা ডিটোনেটর ফেলে রেখে গিয়েছিল। স্থানীয়দের নজরে পড়তেই খবর যায় রেলপুলিশের কাছে। এরপরই ঘটনাস্থলে আসেন রেলপুলিশের আধিকারিকরা। ডিটোনেটর সরিয়ে ফেলা হয়।
রেলপুলিশের পাশাপাশি হরিদ্বার পুলিশও এই ঘটনার তদন্ত করছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। এরপরই এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। রেললাইনের উপর কেন ডিটোনেটর ফেলে রাখা হয়েছিল, সে সম্পর্কে কিছু জানা যায়নি। ধৃত যুবক ছাড়া আর কেউ এই ঘটনায় যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরেই গুজরাট, মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা করা হয়েছে। রেললাইনের উপর গ্যাস সিলিন্ডার রেখে, কখনও সিমেন্টের ব্লক, আবার কখনও লোহার পাত, বা মাটি ফেলে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে। কিন্তু সব ক্ষেত্রেই তা বানচাল হয়েছে।
