আজকাল ওয়েবডেস্ক:‌ হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি চালানোর অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হল মূল অভিযুক্তকে। ধৃতের নাম শেখ সাজিদ। জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসার জন্য যান শেখ সাজিদ। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশ। 
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে বাঁকড়া–৩ পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে গুলি চালায় তিন জন দুষ্কৃতী। জখম হন পঞ্চায়েত প্রধানের বাবা–সহ দু’জন জখম হন। ঘটনার তদন্তে নেমে দু’‌জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে উঠে আসে সাজিদের নাম। পুলিশ সূত্রে খবর, ভিনরাজ্য থেকে দুষ্কৃতী ভাড়া করে ওই হামলা করা হয়েছিল। যার নেপথ্যে ছিল সাজিদ। তারপর থেকেই খোঁজ চলছিল তাঁর। অবশেষে বেঙ্গালুরু থেকে তাঁকে পাকড়াও করা হয়। এই ঘটনায় এখনও অবধি পাঁচ জনকে গ্রেপ্তার করল পুলিশ।