আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। কিন্তু বছরের শেষটা ভাল হল না। বর্ডার গাভাসকার ট্রফির মেলবোর্ন টেস্টে হেরে ভারত ১–২ পিছিয়ে। নতুন বছর পড়েছে। এখন দেখা যাক ফেলে আসা ২০২৪ সালে ভারতীয় বোলারদের মধ্যে কে কত উইকেট নিয়েছেন?‌
তালিকায় এক নম্বর নাম জসপ্রীত বুমরা। সব ঘরানা মিলিয়ে নিয়েছেন ৮৬ উইকেট। গড় ১৩.‌৭৬।
দ্বিতীয় নাম রবীন্দ্র জাদেজা। নিয়েছেন ৪৯ উইকেট। অর্থাৎ প্রথম ও দুইয়ের মধ্যে ফারাক অনেকটা।
তালিকায় তিন নম্বর নাম সদ্য অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন। তিনি নিয়েছেন ৪৭ উইকেট। 
চারে আছেন মহম্মদ সিরাজ। ২০২৪ সালে সিরাজ নিয়েছেন ৪০ উইকেট।
সিরাজের সঙ্গে যুগ্মভাবে চারে আছেন ওয়াশিংটন সুন্দর। তিনিও নিয়েছেন ৪০ উইকেট। 
তালিকায় ছয় নম্বর নাম অর্শদীপ সিং। তিনি নিয়েছেন ৩৮ উইকেট। টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন অর্শদীপ।
তালিকাই বলে দিচ্ছে, ভারতীয় বোলিংয়ের প্রধান স্তম্ভ জসপ্রীত বুমরা। চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে ৩০ উইকেট নিয়ে তিনিই আছেন এক নম্বরে। নতুন বছরের বুমরার থেকে এমনই পারফরম্যান্স চাইবে টিম ইন্ডিয়া।