আজকাল ওয়েবডেস্ক:‌ কোপা জিতে ছুটির মেজাজে এলএম টেন। স্ত্রী, সন্তানদের নিয়ে একেবারে হলিডে মুডে মেসি। ফ্লোরিডায় স্ত্রী আন্তোনেলা রোকুইজা ছাড়াও ছুটিতে গেছেন ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ ও তাঁর পরিবার।


ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন আন্তোনেলা। সেই ছবিতে দেখা যাচ্ছে, মেসির ডান পায়ে রয়েছে ব্যান্ডেজ। 
প্রসঙ্গত, কোপা ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পান মেসি। গোটা ম্যাচ খেলতেও পারেননি। টাইব্রেকারে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। আর তারপরই ছুটিতে চলে গিয়েছেন মেসি। ছবিতে দেখা গেছে বোটে করে সমুদ্রে ঘুরছেন মেসি ও তাঁর স্ত্রী। 


এদিকে চোটের জন্য বুধবারের ম্যাচে ইন্টার মায়ামির হয়ে খেলতে পারবেন না মেসি ও সুয়ারেজ। 
এটা ঘটনা টানা দু’‌বার কোপা জেতার পর ২০২২ বিশ্বকাপও জিতে নিয়েছে আর্জেন্টিনা। আট বারের ব্যালন ডি’‌অর জয়ী তারকার প্রাপ্তির ভাড়ার পূর্ণ। ক্লাব ফুটবলে কত যে শিরোপা পেয়েছেন তার ইয়ত্তা নেই।