১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রী আমেরিকা সফরে গিয়েছেন। সেই সফর কখনও রাজনৈতিক, কখনও কোনও সম্মেলন সূত্রে, কখনও বা মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে। আসুন দেখে নেওয়া যাক দেশের কোন কোন প্রধানমন্ত্রা কত বার মার্কিন সফরে গিয়েছেন।
2
11
দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু চার বার আমেরিকা সফরে গিয়েছিলেন। ১৯৪৯ সালের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্টের অতিথি হিসেবে। ১৯৫৬-র ডিসেম্বরে ওয়াশিংটন এবং গেটিসবার্গ সফর। ১৯৬০-র সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সম্মেলন যোগ দিয়ে প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের সঙ্গে বৈঠক। ১৯৬১ সালের নভেম্বরে নিউ ইয়র্ক এবং নিউপোর্ট সফর।
3
11
ইন্দিরা গান্ধী মার্কিন সফরে গিয়েছেন তিনবার। ১৯৬৬-র মার্চে প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথম সরকারি সফর। ১৯৭১-এর নভেম্বরে সরকারি সফরে গিয়ে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সঙ্গে সাক্ষাৎ। ১৯৮২-র জুলাইয়ে আটদিনের মার্কিন সফর।
4
11
মোরারজি দেসাই ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিমি কার্টারের আমন্ত্রণে মার্কিন সফরে যান।
5
11
রাজীব গান্ধী তিন বার গিয়েছিলেন আমেরিকা সফরে। প্রথম বার সরকারি সফরে যান ১৯৮৫ সালের জুন মাসে। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি মার্কিন কংগ্রেস বক্তৃতা রেখেছেন। ১৯৮৫ সালে ফের আমেরিকায় যান প্রেসিডেন্ট রেগানের সঙ্গে সাক্ষাৎ করতে। ১৯৮৭ সালেও আরও একবার গিয়েছিলেন সরকারি সফরে।
6
11
১৯৯২ সালের জানুয়ারিতে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে যোগ দিতে যান প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও। বৈঠক করেন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গেও। ১৯৯৪-এর মে মাসে সরকারি সফরে গিয়ে মার্কিন কংগ্রেসে বক্তৃতা করেন।
7
11
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে যোগ দিতে গিয়ে ১৯৯৭ সালের সেপ্টেম্বর মাসে ইন্দর কুমার গুজরাল প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে সাক্ষাৎ করেন।
8
11
অটল বিহারী বাজপেয়ী চার বার মার্কিন সফরে গিয়েছিলেন। এর মধ্যে ২০০০ এবং ২০০১ সালে সরকারি সফরে। ২০০২ এবং ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে যোগ নিউ ইয়র্কে যান। সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে।
9
11
প্রধানমন্ত্রী হিসেবে আটবার আমেরিকায় সফরে গিয়েছিলেন মনমোহন সিং। ২০০৪-এর নভেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে যোগ নিউ ইয়র্কে যান। সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে। ২০০৫-এর জুলাই এবং ২০০৮-এর সেপ্টেম্বরে সরকারি সফর। ওই বছরের নভেম্বরে জি-২০ সামিটে যোগ দিতে আমেরিকায় গিয়েছিলেন। ২০০৯ সালের সেপ্টেম্বর এবং নভেম্বরে পর পর দু'বার আমেরিকায় গিয়েছিলেন মনমোহন। ২০১০ সালে আমেরিকায় গিয়েছিলেন পরমাণু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে। ২০১৩ সালে গিয়েছিলেন সরকারি সফরে।
10
11
দশ বার মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে সরকারি সফরে, ২০১৬-র মার্চে সুরক্ষা সম্মেলনে যোগ দিতে। ফের জুন মাসে বারাক ওবামার সঙ্গে আহার-পর্ব সারতে এবং মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে আমেরিকায় গিয়েছিলেন। এরপর ২০১৭ সালে ফের যান সরকারি সফরে। ২০১৯ সালের সেপ্টেম্বরে ব়্যালিতে যোগ দিতে, ২০২১-এর সেপ্টেম্বরে কোয়াড বৈঠকে।
11
11
২০২৩-এর জুন মাসে দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন কংগ্রেসে ভাষণ দেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে কোয়াড সম্মেলন এবং রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে যোগ দিতে আমেরিকায় যান। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সরকারি সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন মোদি।