আজকাল ওয়েবডেস্ক:‌ ১২ নভেম্বর রবিবার কালীপুজো। সঙ্গে দিওয়ালি। আলোর উৎসবে মাতবে বাংলা সহ গোটা দেশ। এদিকে, রাজ্য সরকার কালীপুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য তিনটি দিন নির্দিষ্ট করে দিল। এবছর গোটা রাজ্যে ১৩, ১৪ ও ১৫ নভেম্বর কালীপুজোর বিসর্জন চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আগামী ১৫ নভেম্বর ভাইফোঁটা। ওইদিনের মধ্যেই রাজ্যের সমস্ত কালীপুজোর বিসর্জন শেষ করতে হবে। নির্দিষ্ট দিনের মধ্যে প্রতিমা বিসর্জন না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের যাতে দীর্ঘদিন ধরে কালীপুজোর অনুষ্ঠান চলার কারণে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রেখেই ১৫ নভেম্বরের মধ্যে কালীপুজোর বিসর্জনের নির্দেশ বলে জানানো হয়েছে।