আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেনে যথেষ্ট চাপে ভারত। চার উইকেট পড়ে গিয়েছে। বোর্ডে উঠেছে মাত্র ৫১ রান। বলার মতো পারফরম্যান্স একজনেরই। তিনি বোলার জসপ্রীত বুমরা। নিয়েছেন ছয় উইকেট। ম্যাচ শেষে তাই ভারতের হয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন বুমরা। এসেই তাঁকে শুনতে হল দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন। আর বুমরাও দিলেন মজার জবাব।
এক সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘দলের ব্যাটিং নিয়ে কী মত? যদিও এই প্রশ্নের জবাব দেওয়ার সেরা লোক আপনি নন। কিন্তু গাব্বার এই উইকেটে দলের এরকম ব্যাটিংয়ের পর কী মনে হচ্ছে’? বুমরা জবাবে বলেন, ‘এটা ইন্টারেস্টিং প্রশ্ন। তবে যদি আমার ব্যাটিং দক্ষতা নিয়ে জানতে চান তাহলে বলব গুগলে গিয়ে সার্চ করুন। টেস্টের এক ওভারে কে সর্বোচ্চ বেশি রান করেছে তা জেনে যাবেন। যদিও মজা করলাম।’
এটা ঘটনা বুমরা বলতে চেয়েছেন ২০২২ সালে বার্মিংহামে ভারত–ইংল্যান্ড টেস্টের কথা। ওই টেস্টে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৪ রান নিয়েছিলেন বুমরা। ওই ওভারে তিনটে চার ও তিনটে ছয় মেরেছিলেন বুমরা।
এই মুহূর্তে চলতি বর্ডার–গাভাসকার ট্রফিতে সবচেয়ে বেশি ১৮ উইকেট নিয়েছেন বুমরা। তাও পাঁচ ইনিংসে।
