আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন টেস্টে বড় মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা।
আর মাত্র ৬ উইকেট পেলেই টেস্টে ২০০ উইকেটের মালিক হবেন বুমরা। আর তা হলেই ১২ তম ভারতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন তিনি। এই মুহূর্তে বুমরার উইকেটসংখ্যা ১৯৪। গড় ১৯.৫২। সেরা বোলিং ৬/২৭। পাঁচ উইকেট নিয়েছেন ১২ বার।
চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে সর্বোচ্চ ২১ উইকেট নিয়ে ফেলেছেন বুমরা। গড় ১০.৯০। সেরা বোলিং ৬/৭৬। সিরিজে দু’বার নিয়েছেন ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ টেস্টে বুমরা নিয়েছেন ৫৩ উইকেট। গড় ১৭.১৫। নিয়েছেন তিন বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট। সেরা বোলিং ৬/৩৩।
অন্যদিকে রবীন্দ্র জাদেজা আর ৭ উইকেট পেলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলস্টোন ছোঁবেন। পঞ্চম ভারতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করার সুযোগ জাদেজার সামনে। এখনও অবধি ৩৪৯ আন্তর্জাতিক ম্যাচে ৫৯৩ উইকেট নিয়েছেন জাদেজা। গড় ২৯.০৪। ১৭ বার নিয়েছেন ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট। সেরা বোলিং ৭/৪২।
চলতি সিরিজে এখনও অবধি একটিও টেস্ট খেলেছেন জাদেজা। তবে উইকেট পাননি। অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাদেজার রেকর্ড দারুণ। ১৮ টেস্টে নিয়েছেন ৮৯ উইকেট। গড় ২০.৩৫। সেরা বোলিং ৭/৪২। ইনিংসং পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন পাঁচ বার। আর দশ উইকেট এক বার।
