আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের বিমান হামলায় গাজায় এক দিনে মৃত ১০০। প্যালেস্তাইনি স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আশরাফ আল–কুদরা এক বিবৃতিতে এই তথ্য জানান। মঙ্গলবার এই হামলা হয়। প্রসঙ্গত,
৭ অক্টোবরের পর থেকে ইজরায়েলি হামলায় গাজায় অন্তত ১৯ হাজার ৬৬৭ জন প্যালেস্তাইনি মারা গেছেন। আর হামাসের হামলায় ইজরায়েলে ১ হাজার ১৪০ জন মারা গেছে। ইজরায়েল সেনা উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানা গেছে।
এদিকে ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলছেন, তাঁরা পণবন্দিদের মুক্তির জন্য দ্বিতীয় দফায় মানবিক যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। হামাস জ্যেষ্ঠ প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধবিরতি ও পণবন্দি বিনিময় আলোচনার জন্য বুধবার মিশরে যাচ্ছেন। এদিকে দক্ষিণ গাজায় রাফাহ শহরেও ক্রমাগত গোলাবর্ষণ হচ্ছে। আহতরা হাসপাতালে ভর্তি।
৭ অক্টোবরের পর থেকে ইজরায়েলি হামলায় গাজায় অন্তত ১৯ হাজার ৬৬৭ জন প্যালেস্তাইনি মারা গেছেন। আর হামাসের হামলায় ইজরায়েলে ১ হাজার ১৪০ জন মারা গেছে। ইজরায়েল সেনা উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানা গেছে।
এদিকে ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলছেন, তাঁরা পণবন্দিদের মুক্তির জন্য দ্বিতীয় দফায় মানবিক যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। হামাস জ্যেষ্ঠ প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধবিরতি ও পণবন্দি বিনিময় আলোচনার জন্য বুধবার মিশরে যাচ্ছেন। এদিকে দক্ষিণ গাজায় রাফাহ শহরেও ক্রমাগত গোলাবর্ষণ হচ্ছে। আহতরা হাসপাতালে ভর্তি।
