আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টির জেরে সোমবার অনুশীলন করতে পারেননি রোহিত শর্মারা। যা পরিস্থিতি মঙ্গলবার বক্সিং ডে টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সমূহ সম্ভাবনা। সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে মঙ্গলবার সারা দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯৬ শতাংশ। আকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সারা দিনে অন্তত চার ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তা যদি সত্যি হয়, তাহলে ভারত–দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিন পণ্ড হয়ে যেতে পারে।
প্রসঙ্গত, ১৯৯২ সাল থেকে নেলসন ম্যান্ডেলার দেশে আসছে ভারত। তবে টি২০ বা একদিনের সিরিজ জিতলেও টেস্ট সিরিজ কখনও জেতা হয়নি। সোমবার সাংবাদিক সম্মেলনে রোহিতই জানিয়েছিলেন, এবার দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে চান। কিন্তু বাধ সাধছে বৃষ্টি। সেঞ্চুরিয়ানে পাঁচ দিনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টির সবচেয়ে কম সম্ভাবনা তৃতীয় দিন। বাকি চারদিনই ভাল পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, ১৯৯২ সাল থেকে নেলসন ম্যান্ডেলার দেশে আসছে ভারত। তবে টি২০ বা একদিনের সিরিজ জিতলেও টেস্ট সিরিজ কখনও জেতা হয়নি। সোমবার সাংবাদিক সম্মেলনে রোহিতই জানিয়েছিলেন, এবার দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে চান। কিন্তু বাধ সাধছে বৃষ্টি। সেঞ্চুরিয়ানে পাঁচ দিনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টির সবচেয়ে কম সম্ভাবনা তৃতীয় দিন। বাকি চারদিনই ভাল পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
