আজকাল ওয়েবডেস্ক:‌ চলতি গ্রীষ্মে রেকর্ড গরমের সাক্ষী থেকেছে দেশ। গত তিন দিনে শুধু দিল্লি, নয়ডাতেই ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। জানা গেছে, গত সাড়ে তিন মাসে তীব্র গরমে ভারতে ৪০ হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০০–র বেশি মানুষ। 
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ১ মার্চ থেকে ১৮ জুনের মধ্যে দেশে ৪০ হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন! এদের মধ্যে গরমের কারণে মৃত্যু হয়েছে ১১০ জনের। যদিও স্বেচ্ছাসেবী সংস্থা হলিস্টিক ডেভলপমেন্টের দাবি, শুধু দিল্লিতেই ১১ থেকে ১৯ জুনের মধ্যে ১৯২ জুন ভবঘুরে গরমের বলি হয়েছেন। এদিকে, দিল্লিতে গত তিন দিনে যে ১৫ জন গরমে মারা গেছেন, তার মধ্যে ১০ জন নয়ডার বাসিন্দা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপপ্রবাহ আরও কয়েকদিন জারি থাকবে দিল্লিতে। প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। শারীরিকভাবে দুর্বল এবং বয়স্ক নাগরিকদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। 
রাম মনোহর লোহিয়া হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন হাসপাতালটিতে ৮ থেকে ১০ জন রোগী ভর্তি হচ্ছেন, যারা প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন। প্রসঙ্গত, ভারতে গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে।