আজকাল ওয়েবডেস্ক: দেশে ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে করোনা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন। আর সক্রিয় রোগীর সংখ্যা ৪,০৯১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে পাঁচ জনের। তার মধ্যে দু’জন কেরলের বাসিন্দা। মহারাষ্ট্র, পুদুচেরি এবং তামিলনাড়ুতে এক জন করে মারা গেছেন করোনায়।
করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন.১ দেশের মোট ১৫৭ জন করোনা রোগীর শরীরে রয়েছে। সংখ্যাটা কেরলেই সবচেয়ে বেশি। সেখানে জেএন.১–যুক্ত রোগীর সংখ্যা ৭৮ জন। এ ছাড়া গুজরাটে ৩৪, গোয়ায় ১৮, কর্নাটকে আট, মহারাষ্ট্রে সাত, রাজস্থানে পাঁচ, তামিলনাড়ুতে চার, তেলঙ্গানায় দুই এবং দিল্লিতে এক জনের শরীরে সাব ভ্যারিয়েন্টটি পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তার মধ্যে শীর্ষে রয়েছে কেরল এবং কর্নাটক। করোনার সাব ভ্যারিয়েন্ট জেএন.১–এর হদিস প্রথম মেলে কেরলে। গত সেপ্টেম্বরেই আমেরিকায় প্রথম জেএন.১–এর উপস্থিতি টের পাওয়া গিয়েছিল।
করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন.১ দেশের মোট ১৫৭ জন করোনা রোগীর শরীরে রয়েছে। সংখ্যাটা কেরলেই সবচেয়ে বেশি। সেখানে জেএন.১–যুক্ত রোগীর সংখ্যা ৭৮ জন। এ ছাড়া গুজরাটে ৩৪, গোয়ায় ১৮, কর্নাটকে আট, মহারাষ্ট্রে সাত, রাজস্থানে পাঁচ, তামিলনাড়ুতে চার, তেলঙ্গানায় দুই এবং দিল্লিতে এক জনের শরীরে সাব ভ্যারিয়েন্টটি পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তার মধ্যে শীর্ষে রয়েছে কেরল এবং কর্নাটক। করোনার সাব ভ্যারিয়েন্ট জেএন.১–এর হদিস প্রথম মেলে কেরলে। গত সেপ্টেম্বরেই আমেরিকায় প্রথম জেএন.১–এর উপস্থিতি টের পাওয়া গিয়েছিল।
