আজকাল ওয়েবডেস্ক:‌ ভিজে আউটফিল্ডের জন্য কানপুরের গ্রিন পার্কে ভারত–বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচে টসের সময় পিছিয়ে গেল। বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টি হয়েছে সেখানে। গোটা মাঠ ঢাকা ছিল। 


শুক্রবার সকালেও মাঠ ছিল ঢাকা। রোদের দেখা মেলেনি। ফলে মাঠ শুকোতে সময় লেগেছে। তবে পরিস্থিতি এখন কিছুটা বদলেছে। আপাতত কভার তোলা হয়েছে। সকাল সাড়ে ন’‌টা নাগাদ মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়ারেরা। যদিও মাঠ এখনও পুরোপুরি শুকোয়নি। 


চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে জিতেছে ভারত। এটা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে মরিয়া টিম ইন্ডিয়া। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য ম্যাচের সময় নষ্ট হওয়ার আশঙ্কা তো থাকছেই। এছাড়া কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পরিকাঠামো ভাল নয়। ফ্লাডলাইটের অবস্থা ভাল নয়। ফলে আলো কমে গেলে আলো জ্বালিয়ে খেলা শেষ করা বেশ মুশকিল। তার উপর ম্যাচের প্রথম দিন খারাপ আবহাওয়ার জন্য পিছিয়ে গেল টস। 

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে ফের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে শুরুর দিনেই বাধা হতে পারে বৃষ্টি। এমনকী সারাদিন ধরে ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনাও থাকছে কানপুরে।