আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএল খেলতে পারবেন জসপ্রীত বুমরা?‌ এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। বর্ডার গাভাসকার ট্রফিতে সিডনিতে চোট পান ভারতের স্পিডস্টার। পিঠের সেই চোট এখনও পুরো সারেনি। এনসি–তে রিহ্যাবে রয়েছেন তারকা পেসার। কিছুদিন আগে অবধিও শোনা গিয়েছিল আইপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচ বুমরা খেলতে পারবেন না। কিন্তু একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বুমরা কবে আইপিএলে নামতে পারবে তা এখনও নিশ্চিত নয়। 
আর যদি গোটা টুর্নামেন্টেই বুমরা খেলতে না পারেন?‌ সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স জোরদার ধাক্কা খাবে। 


বর্ডার গাভাসকার ট্রফিতে প্রায় ১৫০ ওভার বল করেছিলেন বুমরা। অতিরিক্ত ওয়ার্কলোড নিয়েছিলেন। সেটাই চোট পাওয়ার অন্যতম কারণ। এরপর আর দেশের হয়ে নামতে পারেননি বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ বা একদিনের সিরিজ হোক কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি। ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। এটা নিশ্চিত যে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারছেন না বুমরা। কিন্তু কবে তিনি ফিরবেন তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। এখানেই তৈরি হয়েছে প্রশ্ন। বুমরা আইপিল খেলতে পারবেন তো!‌


বুমরার লেটেস্ট আপডেট হল তিনি এখনও পুরো ফিট নন। এনসিএ–তে বোলিং শুরু করলেও পুরো রানআপে এখনও বোলিং শুরু করতে পারেননি। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, বুমরা কবে আইপিএলে নামবেন তা এখনও নিশ্চিত নয়। সম্ভবত এপ্রিলের শুরুতে হতে পারে। তবে সেটাও এনসিএ ও বিসিসিআইয়ের সবুজ সঙ্কেতের পর। 


ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ‘‌ক’‌টা ম্যাচ বুমরা খেলতে পারবেন না তা নিশ্চিত নয়।’‌ আর বুমরা অনিশ্চিত থাকায় বোল্ট, দীপক চাহার, রিস টপলিদের বাড়তি দায়িত্ব নিতে হবে।