আজকাল ওয়েবডেস্ক: মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি সফল। এবার লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। যার আসর বসবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়েতে।
এবার জেনে নিন ২০২৭ বিশ্বকাপের আগে কতগুলি ৫০ ওভারের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।সব ঠিক থাকলে, বিশ্বকাপের আগে ২৭টি ম্যাচ খেলবে ভারত।
এখন অবশ্য আইপিএল শুরু হবে। এরপর জুন–জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তারপর বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে তিনটি একদিনের ম্যাচ। খেলা হবে বাংলাদেশে।
এরপর অক্টোবর–নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। নভেম্বর–ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবেন রোহিতরা।
২০২৬ সালের জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত।
জুনে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক এক দিনের সিরিজ খেলবে ভারত। তিনটি ম্যাচ হবে। এর পর জুলাই মাসে ভারত আবার যাবে ইংল্যান্ডে। সেখানে তিনটি এক দিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
সেপ্টেম্বর–অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ রয়েছে। তার পরে নিউজিল্যান্ডে গিয়ে একদিনের সিরিজ খেলবে ভারত। আর ২০২৭ সালে বিশ্বকাপের আগে ঘরের মাঠে খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ।
