মিল্টন সেন, হুগলি:‌ প্রকাশ্য রাস্তায় স্বাস্থ্যকর্মীকে হেনস্থা। বিধানসভা থেকে ফেরার পথে এই দৃশ্য দেখে গাড়ি থেকে নেমে আসেন বিধায়ক। ধমক দিয়ে কান ধরে ওঠবস করিয়ে ক্ষমাও চাওয়ালেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হল ঘটনার ভিডিও। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধেয়। বিধানসভা থেকে চুঁচুড়া ফিরছিলেন বিধায়ক অসিত মজুমদার। দিল্লি রোড ধরে রাজহাট হয়ে ব্যান্ডেল ফেরার সময় কাজিডাঙার কাছে তিনি দেখেন কয়েকজন যুবক পোলবা হাসপাতালের স্বাস্থ্যকর্মী শুভজিৎ ব্যানার্জিকে হেনস্থা করছে। সঙ্গে সঙ্গেই বিধায়ক গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়েন। বিধায়ককে দেখা মাত্রই পালিয়ে যায় হেনস্থাকারীরা। কিন্তু এক যুবক সেখানে দাঁড়িয়ে ছিল। বিধায়ক তাকে ধমক দেন এবং কান ধরে ওঠবস করান। স্বাস্থ্যকর্মীর কাছে ক্ষমা চাইতে বলেন। ক্ষমা চেয়ে ছাড়া পায় যুবক। ঘটনার কথা ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে জানিয়েছেন ওই স্বাস্থ্যকর্মী।