আজকাল ওয়েবডেস্ক: সিমোনে বাইলস। অলিম্পিকে জিমন্যাস্টিকসে দেখতে দেখতে পেয়ে গেলেন ছয় ছয়টি সোনার পদক। বৃহস্পতিবার প্যারিসে আরও একটি সোনার পদক জয়ের পর বাইলস গলায় পরে নেন ৫৪৬টি হিরে দিয়ে তৈরি লকেট। যে লকেটটি দেখতে ছাগলের মতো।
তিনিই সর্বকালের সেরা জিমন্যাস্ট? বৃহস্পতিবার সেই পথে আরও কিছুটা এগিয়ে গেলেন বাইলস। সোনা জয়ের পর নিজেই পরে নিলেন একটি নেকলেস। তাতে ছিল ছাগলের রূপাকৃতী লকেট। অর্থাৎ বুঝিয়ে দিলেন তিনিই গোট– সর্বকালের সেরা।
২০১৬ অলিম্পিকে প্রথম সোনা জিতেছিলেন বাইলস। এবার সোনা জিতে বাইলস বলেন, ‘ঠিক করেছিলাম সব কিছু ভাল হলে এই গোট নেকলেস পরব। জানি এটা নিয়ে চর্চা হবে। তবে এটা কিন্তু চর্চা হওয়ার মতোই। বিশ্বের সেরা অ্যাথলিট বলা হচ্ছে আমাকে।’
প্রসঙ্গত, ২০১৬ রিও অলিম্পিকে চারটি সোনা পান আমেরিকার বাইলস। টোকিও অলিম্পিকে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাতেও একটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ পেয়েছিলেন। আর এবার প্যারিসে দলগত বিভাগে সোনা জয়ের পর বৃহস্পতিবার ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন তিনি।
তিনিই সর্বকালের সেরা জিমন্যাস্ট? বৃহস্পতিবার সেই পথে আরও কিছুটা এগিয়ে গেলেন বাইলস। সোনা জয়ের পর নিজেই পরে নিলেন একটি নেকলেস। তাতে ছিল ছাগলের রূপাকৃতী লকেট। অর্থাৎ বুঝিয়ে দিলেন তিনিই গোট– সর্বকালের সেরা।
২০১৬ অলিম্পিকে প্রথম সোনা জিতেছিলেন বাইলস। এবার সোনা জিতে বাইলস বলেন, ‘ঠিক করেছিলাম সব কিছু ভাল হলে এই গোট নেকলেস পরব। জানি এটা নিয়ে চর্চা হবে। তবে এটা কিন্তু চর্চা হওয়ার মতোই। বিশ্বের সেরা অ্যাথলিট বলা হচ্ছে আমাকে।’
প্রসঙ্গত, ২০১৬ রিও অলিম্পিকে চারটি সোনা পান আমেরিকার বাইলস। টোকিও অলিম্পিকে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাতেও একটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ পেয়েছিলেন। আর এবার প্যারিসে দলগত বিভাগে সোনা জয়ের পর বৃহস্পতিবার ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন তিনি।
