আজকাল ওয়েবডেস্ক:‌ গত ২৪ ঘণ্টায় সোনার দাম থাকল অপরিবর্তিত। বিয়ের মরসুমে হলুদ ধাতুর চাহিদা থাকায় দাম আর কমছেই না। গত ৫ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টায় দাম অনেকটাই বেড়েছিল। তবে শুক্রবার ৭ ফেব্রুয়ারি সোনার দাম অপরিবর্তিত থাকল।


শুক্রবার শহর কলকাতায় হলমার্ক সোনার গহনার ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ৮০,৮০০ টাকা। যা গতদিন একই ছিল। আবার খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের দাম এদিন ৮৫ হাজার টাকা। বৃহস্পতিবারও এই দামই ছিল। আবার পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম কলকাতায় শুক্রবার ৮৪,৬০০ টাকা। গতকাল এই দামই ছিল। অবশ্য এই দামের সঙ্গে জিএসটি এবং টিসিএস যুক্ত হবে।


তবে রুপোর দাম সামান্য কমেছে গত ২৪ ঘণ্টায়। খুচরো রুপোর ১০০ গ্রামের দাম বৃহস্পতিবার ছিল ৯,৬৩০ টাকা। ১ কেজির দাম ছিল ৯৬,৩০০ টাকা। শুক্রবার ৭ ফেব্রুয়ারি দাম কিছুটা কমে ১০০ গ্রামের দাম হয়েছে ৯,৫৩৫ টাকা। আর ১ কেজির দাম দাঁড়িয়েছে ৯৫,৩৫০ টাকা। বৃহস্পতিবার রুপোর বাটের ১০০ গ্রামের দাম ছিল ৯,৬২০ টাকা। আর ১ কেজির বাটের দাম ছিল ৯৬,২০০ টাকা। শুক্রবার ৭ ফেব্রুয়ারি ১০০ গ্রামের দাম হয়েছে ৯,৫২৫ টাকা। আর ১ কেজির দাম হয়েছে ৯৫,২৫০ টাকা।


দেশের অন্যান্য শহরের মধ্যে চেন্নাইয়ে ২২ ক্যারাটের দাম শুক্রবার ৭৯,৩১০ টাকা। আর ২৪ ক্যারাটের দাম ৮৬,৫২০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ২২ ক্যারাটের দাম ৭৯,৩১০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৮৬,৫২০ টাকা। আবার রাজধানী দিল্লিতে ২২ ও ২৪ ক্যারাটের দাম যথাক্রমে ৭৯,৪৬০ ও ৮৬,৬৭০ টাকা।