আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতি ও শুক্রবার সোনার দামে বদল না হলেও শনিবার সামান্য বাড়ল সোনার দাম। গত দু’দিন শহর কলকাতায় হলমার্ক সোনার গহনার ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ৮০,৮০০ টাকা ছিল। আবার খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের দাম ছিল ৮৫ হাজার টাকা। আবার পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম কলকাতায় শুক্রবার ছিল ৮৪,৬০০ টাকা।
কিন্তু শনিবার ৮ ফেব্রুয়ারি কলকাতায় হলমার্ক সোনার গহনার ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ৮০,৯৫০ টাকা। খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম হয়েছে ৮৫,১৫০ টাকা। আর পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম শনিবার ৮৪,৭৫০ টাকা।
রুপোর দামেও বদল হয়েছে শুক্রবারের তুলনায়। দাম বেড়েছে কিছুটা। শুক্রবার ৭ ফেব্রুয়ারি খুচরো রুপোর ১০০ গ্রামের দাম ছিল ৯,৫৩৫ টাকা। আর ১ কেজির দাম ছিল ৯৫,৩৫০ টাকা। কিন্তু শনিবার ১০০ গ্রামের দাম হল ৯,৫৯০ টাকা। আর ১ কেজির দাম দাঁড়িয়েছে ৯৫,৯০০ টাকা। রুপোর বাটের দামও কিছুটা বেড়েছে। শুক্রবার ৭ ফেব্রুয়ারি ১০০ গ্রামের দাম ছিল ৯,৫২৫ টাকা। আর ১ কেজির দাম ছিল ৯৫,২৫০ টাকা। শনিবার ১০০ গ্রামের দাম দাঁড়াল ৯,৫৮০ টাকা। আর ১ কেজির দাম হয়েছে ৯৫,৮০০ টাকা।
দেশের অন্যান্য শহরেও সোনার দাম বেড়েছে। চেন্নাইয়ে ২২ ক্যারাটের দাম শনিবার ৭৯,২৯০ টাকা। আর ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম ৮৬,৫০০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ২২ ক্যারাটের দাম হয়েছে ৭৯,২৯০ টাকা। আর ২৪ ক্যারাটের দাম হল ৮৬,৫০০ টাকা। রাজধানী দিল্লিতে ২২ ক্যারাটের দাম ৭৯,৪৪০ টাকা। আর ২৪ ক্যারাটের দাম দাঁড়িয়েছে ৮৬,৬৫০ টাকা।
