আজকাল ওয়েবডেস্ক:‌ দোড়গোড়ায় পুজো। পাল্লা দিয়ে চলছে সোনা কেনার হিড়িক। যারা এখনও ভাবনাচিন্তা করছেন, জেনে নিন শনিবার শহর কলকাতায় সোনার দাম কত?‌


কলকাতায় শনিবার ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৭৫,১২০ টাকা। গত দিনের থেকে বেড়েছে মাত্র ১০ টাকা। এক কিলো রুপোর দাম ৯২,৬০০ টাকা। শুক্রবারের থেকে যা বেড়েছে মাত্র ১০০ টাকা। আর ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬৮,৮৬০ টাকা। গত দিনের থেকে দাম বেড়েছে মাত্র ১০ টাকা। মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাইয়ে একই দরে শনিবার বিক্রি হচ্ছে সোনা। শুধু রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৭৫,২৭০ টাকা।
২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার ক্ষেত্রেও দাম একই। কলকাতার পাশাপাশি মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাইয়ে দাম শনিবার ৬৮,৮৬০ টাকা। রাজধানী দিল্লিতে দাম ৬৯,০১০ টাকা।


কলকাতার পাশাপাশি দিল্লি, মুম্বইয়ে এক কিলো রুপোর দাম এদিন ৯২,৬০০ টাকা। তবে চেন্নাইয়ে দাম অনেকটাই বেড়েছে। দাম হয়েছে ৯৭,৬০০ টাকা। 
তাই আর দেরি নয়। এখনই কিনে ফেলুন। দাম বাড়তে শুরু করেছে। পুজো যত এগোবে, দাম তত বাড়বে। তখন আবার অপেক্ষা করতে হবে ধনতেরাসের।