আজকাল ওয়েবডেস্ক: চোরাচালানের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। ভারত–বাংলাদেশ সীমান্ত থেকে ১.৭৭ কোটি টাকার সোনা সহ এক জন পাচারকারীকে আটক করা হয়েছে। জানা গেছে, দক্ষিণবঙ্গ সীমান্তের ১০২ ব্যাটেলিয়নের সীমান্ত চৌকি গোবর্ধার বিএসএফ জওয়ানরা বাংলাদেশী পাচারকারীকে ২৪টি সোনার বিস্কুট (আনুমানিক ২,৮২৩.৭২০ গ্রাম) সহ গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত হওয়া সোনার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। ২৮ ফেব্রুয়ারি সন্ধে সাড়ে ৬টা নাগাদ সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে বিএসএফ। তল্লাশি চালাতেই মেলে একাধিক সোনার বিস্কুট। ধৃতের নাম রিপন হাসান।
