‌আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্বব্যাপী জনপ্রিয় গ্লক পিস্তলের জনক গ্যাস্টন গ্লক ৯৪ বছর বয়সে প্রয়াত। 
প্রসঙ্গত, ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন গ্লক। ভিয়েনায় একটি কলেজে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। পরে তিনি অস্ট্রিয়ার রাজধানীর বাইরে একটি শহরে ভোগ্যপণ্যের ব্যবসা খোলেন। 
১৯৮০ এর শুরুর দিকে সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু করেন এবং অস্ট্রিয়ান সেনাবাহিনীর ডাকে সাড়া দেন। বাহিনীটি তাদের পিস্তলের নকশা তৈরি করছিল। 
গ্লক হালকা ওজনের ৯ মিলিমিটার সেমি অটোমেটিক হ্যান্ডগানের নকশা করেন এবং এর স্বত্ত্ব নেন। এই অস্ত্রের মাধ্যমে তখন ১৮ রাউন্ড গুলি করার পাশাপাশি সহজেই রিলোড করা যেত। 
অস্ত্র তৈরির কোনও পূর্ব অভিজ্ঞতা না থাকলেও গ্লকের আবিষ্কার বেশ জনপ্রিয়তা পায়। গ্লক তাঁর জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন অস্ট্রিয়ার লেকফ্রন্ট এস্টেটে।