আজকাল ওয়েবডেস্ক:‌ বন্দে ভারতের ধাক্কায় মৃত দশম শ্রেণির ছাত্রী। জানা গেছে, মৃত স্কুল ছাত্রীর নাম বাসন্তী মণ্ডল (‌১৬)‌। বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার কাপাসিয়া গ্রামে। মালদার মানিকচকের ভূতনি চর এলাকায় দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। সোমবার বিকেলে দিদি এবং জামাইবাবুর সঙ্গে মোটরবাইকে চেপে মানিকচক থেকে ইটাহারে নিজের বাড়ি ফিরছিল বাসন্তী। উত্তর মালদার সামসি রেলগেট এলাকায় মোটরবাইক থেকে নেমে শৌচকর্ম করতে যায় বাসন্তী। সেসময় ডাউন বন্দে ভারত একপ্রেস ঝড়ের গতিতে এনজেপি থেকে হাওড়ার দিকে আসছিল। ট্রেনটি সামসি রেলগেটের ধারে দাঁড়িয়ে থাকা বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় দশম শ্রেণির ছাত্রী। রেল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।