আজকাল ওয়েবডেস্ক:‌ ভেঙে দিলেন রেকর্ড। তাও আবার ১৫ বছরের পুরনো। জিয়োভান্নি পেটসি পেরিকার্ড। উইম্বলডনে নতুন রেকর্ড গড়লেন ফ্রান্সের এই টেনিস খেলোয়াড়। উইম্বলডনের ইতিহাসে দ্রুততম সার্ভিস করেছেন তিনি। যদিও সেই সার্ভিস থেকে পয়েন্ট পাননি তিনি।


সোমবার উইম্বলডনের প্রথম দিন কোর্ট ১–এ দিনের শেষ ম্যাচে আমেরিকার পঞ্চম বাছাই টেলর ফ্রিৎজের মুখোমুখি হয়েছিলেন অবাছাই পেরিকার্ড। প্রথম সেটেই রেকর্ড গড়েন তিনি। পেরিকার্ডের বুলেট সার্ভিস অবশ্য সামলে দেন ফ্রিৎজ। সেই পয়েন্ট তিনিই জেতেন। পয়েন্ট শেষে উইম্বলডনের গতি মাপার বোর্ডে দেখা যায়, ১৫৩ মাইল বা ২৪৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে সার্ভিস করেছেন তিনি।


এর আগে এই রেকর্ড ছিল আমেরিকার টেলর ডেন্টের দখলে। এটিপি সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে উইম্বলডনে প্রতি ঘণ্টায় ১৪৮ মাইল বা ২৩৮ কিলোমিটার গতিতে সার্ভিস করেছিলেন তিনি। সেই রেকর্ড এবার ভেঙে গেল।


২১ বছরের ফরাসি খেলোয়াড় পেরিকার্ডের বর্তমান র‌্যাঙ্কিং ৩৬। তাঁর সর্বোচ্চ র‌্যাঙ্কিং (২৯) ছিল ২০২৫ সালের জানুয়ারি মাসে। ৬ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই খেলোয়াড় ফ্রান্সের টেনিস খেলোয়াড়দের ক্রমতালিকায় তৃতীয়। গত বছর উইম্বলডনে চতুর্থ রাউন্ডে উঠেছিলেন তিনি। গ্র্যান্ড স্ল্যামে এখনও পর্যন্ত সেটাই তাঁর সবচেয়ে ভাল ফল। গত মাসে ফরাসি ওপেনে দ্বিতীয় রাউন্ডে বিদায় নেন পেরিকার্ড। 


যদিও ম্যাচটা শেষ হয়নি। দু’‌জনেই দুটো করে সেট জিতেছেন। রাত হয়ে যাওয়ায় শেষ সেট হবে মঙ্গলবার।