আজকাল ওয়েবডেস্ক: আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান তিনিই। জয় শাহ। মাত্র ৩৫ বছর বয়সেই আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কোনও প্রতিদ্বন্দিতা ছাড়াই। ১ ডিসেম্বর থেকে তিনি সরকারিভাবে দায়িত্ব নেবেন। আপাতত শুভেচ্ছায় ভাসছেন শাহ। টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া, বোর্ড সভাপতি রজার বিনি শুভেচ্ছা জানিয়েছেন জয় শাহকে। বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, ‘বোর্ড সচিব জয় শাহ বিনা প্রতিদ্বন্দিতায় আইসিসির চেয়ারম্যান মনোনীত হয়েছেন। ওনাকে শুভেচ্ছা।’ গৌতম গম্ভীর বলেছেন, ‘অসংখ্য ধন্যবাদ জয় শাহ ভাই। জানি আপনার নেতৃত্বে বিশ্ব ক্রিকেট অনেক উন্নতি করবে।’ হার্দিক পাণ্ডিয়া লিখেছেন, ‘আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান জয় শাহ ভাইকে অনেক শুভেচ্ছা।’ রজার বিনি বলেছেন, ‘বোর্ডের একজন শক্তিশালী স্তম্ভ। এখন থেকে আইসিসির চেয়ারম্যান। আশা করি জয় শাহর নেতৃত্বে বিশ্ব ক্রিকেট আরও এগিয়ে যাবে।’ প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটের নতুন দরজা খুলে দিল জয় শাহর এই পদ। অনেক ধন্যবাদ জানাই।’ শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেকেই।
