আজকাল ওয়েবডেস্ক: ড্রেসিংরুমের কথা বাইরে চলে এসেছে। এরপরই উত্তাল ভারতীয় ক্রিকেট। প্রসঙ্গত, বক্সিং ডে টেস্ট হারের পর ড্রেসিংরুমেই যথেষ্ট উত্তেজিত হয়ে কথা বলেছিলেন হেড কোচ গৌতম গম্ভীর। বাকি ক্রিকেটারদের এমনকী রোহিত, বিরাটদের সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল গৌতম গম্ভীরের।
সূত্রের খবর, ‘মেলবোর্ন টেস্টে হারের পর ড্রেসিংরুমেই গোটা দলকে বেশ ধমকান গম্ভীর। বাদ ছিলেন না রোহিত, বিরাটও। গৌতম নাকি বলেছিলেন, তোমরা জেগে উঠছ নাকি। এতক্ষণ ধরে কথা বলে চলেছি। তোমরা শুনতে পাচ্ছো তো।’ ওই সূত্রের দাবি, ‘গম্ভীর দলের ভালর জন্যই কথাগুলি বলেছিলেন। কাউকে ছোট করার জন্য গৌতম একথা বলেননি।’
যদিও এই বিষয়টা মোটেও ভালভাবে নেননি দেশের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। যিনি একসময় গম্ভীরের সতীর্থ ছিলেন। ২০০৭ সালে ধোনির নেতৃত্বে ভারত যখন টি২০ বিশ্বকাপ জেতে, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গম্ভীর ও পাঠান। সেই পাঠান এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ড্রেসিংরুমে যা ঘটেছে তা ড্রেসিংরুমেই থাকা উচিত। বাইরে আসা উচিত হয়নি।’
এটা ঘটনা মেলবোর্নে ৩৫ রানের ভিতরে ভারত ৭ উইকেট হারিয়েছিল শেষদিন। যা পরিস্থিতি ছিল তাতে ড্র হতেই পারত। কিন্তু পন্থের মতো ক্রিকেটারের দায়িত্বজ্ঞানহীন শট দলকে ডোবায়। সূত্রের খবর, তাতেই ক্ষেপে যান গম্ভীর।
