আজকাল ওয়েবডেস্ক:‌ মেলবোর্ন টেস্টের প্রস্তুতিতে লেগে পড়েছে টিম ইন্ডিয়া। সিরিজ এখন ১–১। বাকি দুই টেস্ট। সিরিজ জিতবে ভারত?‌ কোটি টাকার প্রশ্নের চেয়েও দামি, কত জন সুস্থ রয়েছেন টিম ইন্ডিয়ার অন্দরে।


রোহিত হালকা চোট পেয়েছেন। তবে মেলবোর্ন টেস্টে খেলতে পারবেন।


এদিকে আঙুলে চোটের জন্য পারথ টেস্টে খেলতে পারেননি শুভমান গিল। এডিলেড ও ব্রিসবেনে তিনি ফিরেছেন। তবে মেলবোর্ন টেস্টের আগে নেট সেশনে সিরাজের বলে ফের চোট পেয়েছেন গিল। এরপরই ব্যাটিং থামিয়ে দেন গিল। ফিজিও চোটের জায়গা দেখার পর ফের ব্যাটিং অনুশীলন চালিয়ে যান গিল।


চোট রোহিতও পেয়েছেন। থ্রোডাউনের সময় কনুইয়ে চোট পান রোহিত। ফিজিও তাঁকে দেখেন। যদিও অনুশীলনের পর পেসার আকাশ দীপ জানিয়ে দেন, গুরুতর কিছু নয়। মেলবোর্ন টেস্টে খেলবেন রোহিত শর্মা।


রবিবার অনুশীলনে হাতে চোট পেয়েছেন লোকেশ রাহুলও। বেশ অস্বস্তিতে ছিলেন তিনি। একটি ভিডিওয় দেখা গেছে, ফিজিও যখন রাহুলকে দেখছেন, তিনি হাত চেপে রয়েছেন। বোঝাই যাচ্ছিল বেশ অস্বস্তিতে রয়েছেন তিনি। তবে সূত্রের খবর রাহুল ফিট আছেন। মেলবোর্ন টেস্টে খেলবেন।


হালকা চোট রয়েছে পেসার আকাশ দীপেরও। প্রথম দুই টেস্টে তিনি সুযোগ পাননি। কিন্তু তৃতীয় টেস্টে নেমেই কামাল করেছেন। তবে তাঁর যা চোট তাতে খেলা আটকাবে না বক্সিং ডে টেস্টে।
মেলবোর্নে নেট অনুশীলনের সময় হাতে বল লেগেছে যশস্বীরও। গোটা বিষয়টি দেখছেন দলের ফিজিও। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন যশস্বী। তারপর আর রান নেই। এদিকে চোট নিয়ে থাকল চিন্তা।