আজকাল ওয়েবডেস্ক:‌ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর রেল কর্তৃপক্ষ। সোমবার দুপুর থেকেই দুর্ঘটনাস্থলে কাজ শুরু হয়েছিল। সন্ধের পর আপ লাইন ধরে ইঞ্জিন চালিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তবে সোমবার কোনও যাত্রিবাহী কিংবা মালবাহী গাড়ি ওই লাইনে চলেনি। মঙ্গলবার সকালে আপ লাইন ধরে ধীর গতিতে কামাক্ষ্যা গান্ধীধাম এক্সপ্রেসকে পার করানো হয়েছে। সোমবারের পর এই প্রথম কোনও যাত্রিবাহী ট্রেন দুর্ঘটনাস্থল পেরোল। মঙ্গলবার দুর্ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। তিনি জানিয়েছেন, আগামী দু–তিন ঘণ্টার মধ্যে ডাউন লাইনেও ট্রেন চলাচল শুরু হবে। খুব শীঘ্রই আপ এবং ডাইন দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি। পাশাপাশি তদন্তের কাজ চলবে বলেও জানান তিনি।