আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ জেরে রাজ্যে অকাল বৃষ্টি। তার জেরে জেলায় জেলায় আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে ঋণের বোঝা সইতে না পেরে আত্মঘাতী হলেন এক কৃষক। শনিবার সকালে পূর্ব বর্ধমানের নিমদহ পঞ্চায়েতের ছাতনি উত্তরপাড়ায় আম গাছ থেকে উদ্ধার হল কৃষকের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। মৃত কৃষকের নাম সনাতন ঘোষ (৪৭)। পরিবার সূত্রে জানা গেছে, ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন তিনি। কিন্তু অকাল বৃষ্টিতে তাঁর জমির সব আলু নষ্ট হয়ে গিয়েছে। তাতেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তারই মধ্যে এই ঘটনা। শনিবার সকালে বাড়ির পাশের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই কৃষকের দেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এদিকে, এক দিন আগেই আলু চাষে ক্ষতির জেরে আত্মঘাতী হয়েছিলেন খানাকুলের এক কৃষক।
