আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন। টিম ইন্ডিয়া তখন ফিল্ডিং করছে। আচমকাই মাঠে ঢুকে পড়ল দর্শক। ওই দর্শক বিরাটকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। ঘটনায় রীতিমতো বিরক্ত হয়ে যান কোহলি। বিরক্ত হন রোহিতও।
এমনিতে মেলবোর্নে ৯০ হাজার দর্শক ধরে। বৃহস্পতিবার প্রায় পুরো মাঠ ভর্তি ছিল। শুক্রবারও বহু দর্শক খেলা দেখতে এসেছেন। তাঁদের মধ্যেই এক দর্শক নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে মাঠে ঢুকে পড়েন। সোজা গিয়ে তিনি জড়িয়ে ধরার চেষ্টা করেন বিরাটকে। ভারত অধিনায়ক রোহিত সেই যুবককে আটকানোর চেষ্টাও করেন। এই ঘটনার জেরে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। নিরাপত্তারক্ষীরা এসে ওই যুবককে বার করে নিয়ে যাওয়ার পর ফের খেলা শুরু হয়।
প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকেই বিরাটের উদ্দেশে বিদ্রুপ করছিলেন অস্ট্রেলিয়ার সমর্থকরা। তার মাঝে মাঠে দর্শক ঢুকে পড়ায় আরও অসন্তুষ্ট হন ভারতের প্রাক্তন অধিনায়ক। প্রসঙ্গত, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসকে ‘ধাক্কা’ মেরেছিলেন বিরাট। তার পর থেকেই অস্ট্রেলিয়ার সমর্থকেরা তাঁকে ব্যঙ্গ করছেন। আইসিসি বিরাটের ম্যাচ ফি–র ২০ শতাংশ কেটে নিয়েছে। সেই সঙ্গে তাঁকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে। এদিন আবার কোহলি যখন ব্যাট করতে নামছিলেন, তখনও গ্যালারি থেকে অস্ট্রেলিয়ার সমর্থকরা বিরাটের উদ্দেশে বিদ্রুপ করেন।
