আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদ জেলার সম্পূর্ণ একটি নতুন ‘‌রুট’‌ দিয়ে জাল নোট পাচার করতে গিয়ে সালার থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল দুই যুবক। ধৃতদের নাম মফিজুল শেখ (৪৫) এবং কালু শেখ (২৭)। ধৃত মফিজুলের বাড়ি কান্দি থানার চৈতন্যপুর এলাকায় এবং কালুর বাড়ি কান্দি থানার যশহরি গ্রামে। 
ধৃত দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে ১৩ হাজার টাকা মূল্যের ভারতীয় জাল নোট। নোটগুলো সবই ৫০০ টাকা মূল্যের। ধৃত ব্যক্তিদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বুধবার কান্দি আদালতে তোলা হয়। সালার থানার এক আধিকারিক জানান, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পাই কান্দি থানা এলাকার বাসিন্দা দুই যুবক একটি মোটরসাইকেলে করে বর্ধমান জেলার কাটোয়াতে কিছু জাল নোট পাচার করতে যাচ্ছে। দুই যুবককে কান্দি–কাটোয়া রাজ্য সড়কের উপর সালার থানার সীমান্তবর্তী এলাকা সালিন্দার কাছে আটক করা হয়। এরপর তাদের সঙ্গে থাকা ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র তল্লাশি করতে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট। 
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত দুই যুবক সম্প্রতি একজনের কাছ থেকে জাল নোটগুলো পেয়েছিল। মঙ্গলবার রাতে তারা কাটোয়াতে জাল নোটগুলো হস্তান্তর করতে যাচ্ছিল। 
এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ।